কলকাতা: কবিগুরুর স্মৃতি বিজড়িত পশ্চিমবঙ্গের শান্তিনিকেতনে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের ভেতরে যন্ত্রচালিত দু’চাকা এবং চার-চাকা’র গাড়ি চলাচলকে বন্ধ করতে নিষেধাজ্ঞা জারি করেছে আশ্রম কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার এক বিবৃতি জারি করে এই কথা বিশ্বভারতী কর্তৃপক্ষের তরফে জানানো হয়।
আশ্রম এলাকায় মাত্রাতিরিক্ত দূষণের ফলে ক্ষতি হচ্ছে বিশ্বভারতীর বিভিন্ন ঐতিহাসিক ভবনগুলির। অনেকদিন ধরেই এমনটাই অভিযোগ ছিল বিশ্বভারতীতে বসবাসরত আশ্রমিকদের।
অবশেষে সেই বিষয়ে সিদ্ধান্ত নিল বিশ্বভারতী। আশ্রম এলাকায় যাতে কোনমতেই যানবাহন ঢুকতে না পারে তার জন্য বিভিন্ন প্রবেশ পথে চেকপোস্ট বসানো হচ্ছে। এই চেকপোস্টে থাকবেন সার্বক্ষনিক নিরাপত্তারক্ষী।
ভারতীয় সময়: ১৯০০ঘণ্টা, জুন ২৩, ২০১১