কলকাতা: রাজ্য সরকারের বিরুদ্ধে টাটাদের দায়ের করা সিঙ্গুর জমির মামলায় এক নতুন মাত্রা যুক্ত হয়েছে। এ মামলায় অংশীদার হতে চেয়ে আদালতে আবেদন করেছেন স্বেচ্ছায় জমি দেওয়া কৃষকরা।
বৃহস্পতিবার বিকালে এ নিয়ে তারা আদালতে যান। কলকাতা হাইকোর্ট তাদের আবেদন মঞ্জুর করেন। তাদের হয়ে আদালতে বক্তব্য পেশ করবেন কলকাতার সাবেক মেয়র ও বিশিষ্ট আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য।
বৃহস্পতিবার রাতে বিকাশরঞ্জন ভট্টাচার্য কলকাতায় বাংলানিউজকে বলেন, ‘জমিদাতাদের মধ্যে বিভাজন বেআইনি। তাই তিনি জমিদাতাদের যে অংশকে রাজ্য সরকার ক্ষতিপূরণ দেওয়ার আওতায় রাখেনি তাদের হয়ে মামলা লড়বেন। ’
তিনি আরও বলেন, ‘জমিদাতাদের যে অংশ অধিগ্রহণে সম্মতি দিয়ে তৎকালীন রাজ্য সরকারের দেওয়া চেকের টাকা গ্রহণ করেছিলেন, নতুন সিঙ্গুর আইনে তারা বঞ্চিত হয়েছেন। ’
বাংলাদেশ সময়: ০১১৮ ঘণ্টা, জুন ২৪, ২০১১