কলকাতা: রাজ্য বিধানসভায় পেশ হল ভোট অন অ্যাকাউন্ট বাজেট। শুক্রবার বিধানসভায় দু’মাসের ব্যয় বরাদ্দ পেশ করেন পশ্চিমবঙ্গের অর্থমন্ত্রী অমিত মিত্র।
এদিন অর্থমন্ত্রী দুপুর আড়াইটে নাগাদ ভোট অন অ্যাকাউন্ট পেশ করেন। দু’মাসের ভোট অন অ্যাকাউন্টে ব্যয় বরাদ্দ ধার্য করা হয়েছে ১১ হাজার ১৬৫ কোটি রুপি।
তিনি বলেন, ‘রাজ্যে বেকারের সংখ্যা ১ কোটির বেশি। তাই কর্মসংস্থানের উপর বিশেষ জোর দিচ্ছে বর্তমান সরকার। কর্মসংস্থানের পাশাপাশি গ্রামীণ স্বাস্থ্যক্ষেত্রের উন্নয়ন, মহিলা ও শিশুদের উন্নয়ন, গ্রামীণ সড়ক ও পরিকাঠামোর উন্নয়নে জোর দেওয়া হচ্ছে। মিড ডে মিল ও মাধ্যমিক শিক্ষা প্রকল্পে বরাদ্দ বৃদ্ধি করা হয়েছে। ’
তিনি আরও বলেন, ‘এই সব উন্নয়নে বরাদ্দ বৃদ্ধির পাশাপাশি সর্বশিক্ষা অভিযান, ইস্ট-ওয়েস্ট মেট্রো করিডোর, সুন্দরবন উন্নয়ন, জঙ্গলমহল, উত্তরবঙ্গ বিশেষত পাহাড় ইত্যাদি ক্ষেত্রে ব্যয় বরাদ্দ বৃদ্ধি করা হবে। ’
রাজ্যের শিল্প উন্নয়ন নিয়ে সাবেক বামফ্রন্ট সরকারকে অভিযুক্ত করে অর্থমন্ত্রী বলেন, ‘৫৬ হাজার ছোট বড় শিল্প কারখানা বন্ধ। এটা রাজ্যের পক্ষে লজ্জাজনক ঘটনা। বর্তমান সরকার বড় শিল্পের পাশাপাশি ক্ষুদ্র ও মাঝারি শিল্পেও বিশেষ নজর দিচ্ছে। ’
এদিন তিনি এও জানান, ১৭টি শিল্পতালুক গড়ে তোলা হচ্ছে।
এদিন বিধানসভায় ভোট অন অ্যাকাউন্ট পেশের আগে বিরোধী জোটের পক্ষে সিপিএমসহ বামফ্রন্ট শরিকরা একটি পয়েন্ট অব অর্ডার তোলেন।
বর্ধমানের পান্ডবেশ্বরের সিপিএম বিধায়কের আহত হওয়ার ঘটনায় স্বরাষ্ট্রমন্ত্রীর বিবৃতি দাবি করা হয়।
তবে স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় সেই দাবি খারিজ করে দিয়ে অর্থমন্ত্রীকে ভোট অন অ্যাকাউন্ট পেশ করার আহ্বান জানান।
বাংলাদেশ সময়: ১৯১০ ঘণ্টা, জুন ২৪, ২০১১