ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

কলকাতা বই মেলায় বাংলাদেশ দিবসের অনুষ্ঠান

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২, ২০১৬
কলকাতা বই মেলায় বাংলাদেশ দিবসের অনুষ্ঠান ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

কলকাতা: কলকাতা বইমেলায় শুরু হলো বাংলাদেশ দিবসের অনুষ্ঠানমালা।  

মঙ্গলবার (২ ফেব্রুয়ারি) বিকেলে কলকাতা বইমেলার এস বি আই অডিটোরিয়ামে বাংলাদেশ শিশু একাডেমির শিশুদের গান দিয়ে অনুষ্ঠান শুরু হয়।

তারা ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি’  ও ‘শোনো, একটি মুজিবরের থেকে লক্ষ মুজিবের কণ্ঠস্বরের ধ্বনি’ গান দু’টি গেয়ে শোনান।

অনুষ্ঠানে উপস্থিত আছেন- বাংলাদেশ থেকে আগত প্রখ্যাত লেখক ইমদাদুল হক মিলন, লেখক ও অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম, সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর, নারী ও শিশু-বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব কামাল আবদুল নাসের চৌধুরী, বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক শামসুজ্জামান খান। এছাড়া উপন্যাসিক সমরেশ মজুমদার, লেখক ব্রাত্য বসু ও কলকাতায় বাংলাদেশ উপ হাইকমিশনের কর্মকর্তারা উপস্থিত আছেন।

অনুষ্ঠানের সভাপতিত্ব করছেন বাংলাদেশের সংস্কৃতি সচিব আকতারী মমতাজ। এরপর ‘বাঙালিয়ানা ও বৈশ্বিকতা’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ সময়: ১৭২৭ ঘণ্টা, ০২ ফেব্রুয়ারি , ২০১৬
ভিএস/আরএম

** কলকাতা বইমেলায় বাংলাদেশ প্যাভিলিয়নে উপচেপড়া ভিড়

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।