ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

বিশ্ব ক্যান্সার দিবসে আগরতলায় শোভাযাত্রা

আগরতলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ৪, ২০১৬
বিশ্ব ক্যান্সার দিবসে আগরতলায় শোভাযাত্রা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

আগরতলা: বিশ্ব ক্যান্সার দিবস আজ। দিবসটি উপলক্ষে আগরতলায় শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।



বৃহস্পতিবার (০৪ফেব্রুয়ারি) শোভাযাত্রাটি রাজধানীর বিবেকান্দ স্টেডিয়াম থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন রাজপথ পরিক্রমা করে।

রাজধানীর একটি শিক্ষা প্রতিষ্ঠানের উদ্যোগে আয়োজিত এই শোভাযাত্রায় অংশ নেন আগরতলা পুর নিগমের ১২নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বিশ্বজিৎ দাসসহ প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।

এ বছর বিশ্ব ক্যান্সার দিবসের স্লোগান হল – ক্যান্সার দ্রুত শনাক্ত করলে আরোগ্য লাভ সম্ভব। শোভাযাত্রায় অংশ নেওয়া শিক্ষার্থীরা ক্যান্সারের বিষয়ে সচেতন বিষয়ক নানা প্লে-কার্ড নিয়ে এতে অংশ নেন।

ত্রিপুরা সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দফতর এবং জাতীয় স্বাস্থ্য মিশনের উদ্যোগেও এই দিবস উপলক্ষে কর্মসূচি হাতে নেওয়া হয়েছে।
 
বাংলাদেশ সময়: ১৩৩৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৪, ২০১৬
বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।