কলকাতা: ভারতের অর্থমন্ত্রী প্রণব মুখার্জির পুত্র বীরভূমের নলহাটি কেন্দ্রের বিধায়ক অভিজিৎ মুখার্জি পশ্চিমবঙ্গের উন্নয়ন ও বিত্ত নিগমের চেয়ারম্যান হলেন।
শনিবার তার নাম সরকারিভাবে ঘোষণা করা হয়।
এই খবর পাওয়ার পর অভিজিৎ সংবাদমাধ্যমকে বলেন, ‘চিঠি পেয়েছি। আমি খুশি। কয়েকদিন পরেই কলকাতায় ফিরে দায়িত্ব নেব। ’
তিনি আরও বলেন, ‘কাজ করার অনেক সুযোগ আছে। মানুষের স্বার্থে কাজ করে যাব। ’
উল্লেখ্য, ভারতীয় বহুজাতিক সংস্থা ‘সেলে’র উচ্চপদে ইস্তফা দিয়ে এ বছরই তিনি কংগ্রেসের হয়ে বিধায়ক হন। রাজ্যে নয়া মন্ত্রীসভায় তিনি মন্ত্রী হচ্ছেন বলে মনে করা হচ্ছিল। কিন্তু শেষ পর্যন্ত তা হয়নি।
তাই এবার তাকে একটি গুরুত্বপূর্ণ পদে নিয়ে আসলেন মমতা ব্যানার্জি, এমনটাই মনে করছে রাজনৈতিক মহল।
বাংলাদেশ সময়: ০০৪২ ঘন্টা, জুন ২৬, ২০১১