ঢাকা, রবিবার, ৪ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৮ মে ২০২৫, ২০ জিলকদ ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

পশ্চিমবঙ্গে জ্বালানির মূল্যবৃদ্ধি, বাস-ট্যাক্সির ভাড়া বাড়ানোর দাবি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:৩৮, জুন ২৫, ২০১১

কলকাতা: দেশজুড়ে গ্যাসসহ জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি হয়েছে। ডিজেলের লিটার প্রতি দাম বেড়েছে ৩ রুপি।

তাই এবার পশ্চিমবঙ্গে বাস, ট্যাক্সিসহ বিভিন্ন পরিবহনের ভাড়া বৃদ্ধির দাবি জানালো পরিবহন মালিকদের সংগঠনগুলো।

শনিবার সংগঠনগুলোর পক্ষ থেকে জানানো হয়েছে,‘ এবার আর বাসের ভাড়া না বাড়িয়ে উপায় নেই। ’

এ নিয়ে তারা রাজ্য সরকারের দ্বারস্থ হচ্ছেন বলে জানা গেছে।

অন্যদিকে, বেঙ্গল ট্যাক্সি অ্যাসোসিয়েশোনের পক্ষ থেকে ট্যাক্সিতে ওঠলেই ৩০ রুপি ভাড়া দিতে হবে বলে দাবি করা হয়েছে।

এর আগে সাবেক বামফ্রন্ট আমলে যখন পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধি হয়েছিল তখনও পরিবহন মালিকদের সংগঠনগুলি ভাড়া বৃদ্ধির আবেদন করেছিলো। কিন্তু সরকার রাজি হয়নি।

এখন বর্তমান জোট সরকারের পরিবহণমন্ত্রী সুব্রত বক্সি কী করেন তার অপেক্ষায় আছেন পরিবহন মালিকরা।

বাংলাদেশ সময়: ১৮৩৪ ঘণ্টা, জুন ২৫, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।