ঢাকা, সোমবার, ৪ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৯ মে ২০২৫, ২১ জিলকদ ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

ছুটির দিনেও কর্মব্যস্ত ত্রিপুরার মুখ্যমন্ত্রী

আগরতলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:২৭, ফেব্রুয়ারি ৭, ২০১৬
ছুটির দিনেও কর্মব্যস্ত ত্রিপুরার মুখ্যমন্ত্রী ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

আগরতলা: রোববার (০৭ ফেব্রুয়ারি) সাপ্তাহিক ছুটির দিনেও কর্মব্যস্ত ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সরকার।

এই দিন আগরতলার কলেজটিলা এলাকায় নবগঠিত এমবিবি বিশ্ববিদ্যালয়ের নির্মাণধীন ভবনসহ পুরো ক্যাম্পাস চত্বর পরিদর্শন করেন তিনি।



নির্মাণাধীন ভবনটি ঘুরে দেখার সময় ইঞ্জিনিয়াররা মুখ্যমন্ত্রীকে ভবনের বিভিন্ন বিষয় সম্পর্কে অবগত করেন। নকশা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের কোথায় কি থাকবে ইঞ্জিনিয়ারদের কাছ থেকে তা জেনে নেন মানিক সরকার।

এছাড়া ইন্দিরা গান্ধী জাতীয় উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ও মহারাজা বীরবিক্রম কলেজের সেন্ট্রাল লাইব্রেরীও ঘুরে দেখেন মুখ্যমন্ত্রী।

পরিদর্শনকালে তার সঙ্গে ছিলেন, রাজ্য শিক্ষা দফতরের মন্ত্রী তপন
চক্রবর্তী, রাজ্যের মুখ্যসচিব ওয়াই পিসিংসহ অন্যরা।

বাংলাদেশ সময়: ১৭২৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৭, ২০১৬
ওএইচ/আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।