ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

আগতলায় উপ-হাইকমিশনারের সঙ্গে স্বরাষ্ট্র সচিবের বৈঠক

আগরতলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০১৬
আগতলায় উপ-হাইকমিশনারের সঙ্গে স্বরাষ্ট্র সচিবের বৈঠক ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

আগরতলা: মেশিন রিডেবল পাসপোর্ট (এমআরপি) ও মেশিন রিডেবল ভিসা (এমআরভি) কার্যক্রম চালুর লক্ষ্যে আগতলায় নিযুক্ত বাংলাদেশ উপ-হাইকমিশনারের সঙ্গে বৈঠক করেছেন স্বরাষ্ট্রসচিব ড. মোজাম্মেল হক খান।

বুধবার (১০ ফেব্রুয়ারি) উপ-হাইকমিশন কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে উপস্থিত ছিলেন উপ-হাইকমিশনার শাখাওয়াত হুসেইন ও প্রথম সচিব মনিরুজ্জামান।

বৈঠক শেষে স্বরাষ্ট্র সচিব জানান, এমআরপি ও  এমআরভি কার্যক্রম চালু হলে ত্রিপুরা থেকে বাংলাদেশে মানুষের যাতায়াত সহজ হবে।

এ সময় তিনি বাংলাদেশের মুক্তিযুদ্ধ থেকে শুরু করে বর্তমান সময়েও ভারতের বিভিন্ন সহযোগিতার প্রসঙ্গ উল্লেখ করে কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এর আগে একইদিন সকালে কলকাতা থেকে আগরতলা আসেন স্বরাষ্ট্র সচিব। এ সময় তার সঙ্গে ছিলেন দিল্লির বাংলাদেশ হাই কমিশনের মিনিস্টার কাউন্সিলর মোশারফ হুসেন।

এদিকে বৈঠক শেষে তিনি আগরতলার ত্রিপুরা স্টেট মিউজিয়াম, উজ্জয়ন্ত প্রাসাদ পরিদর্শন শেষে সড়ক পথে আখাউড়া সীমান্ত দিয়ে দেশে ফেরেন। এ সময় তিনি আখাউড়া সীমান্তে বিএসএফ ও বিজিবি’র সঙ্গে বৈঠক করেন।

বাংলাদেশ সময়: ১৪৫৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০১৬
আরএইচএস/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।