কলকাতা: জঙ্গল থেকে লোকালয়ে চলে আসা ২ বাঘিনীকে সোমবার ভারতীয় অংশের সুন্দরবনে ছেড়ে দেওয়া হয়েছে।
গত শনিবার দক্ষিণ ২৪ পরগণার গোসবার ইমলিবাড়ির চার নম্বর গ্রামে একটি বাঘিনী ঢুকে পড়ে।
এরপর রোববার আবার ওই এলাকার সোনারগাঁও গ্রামে ঢুকে পড়ে আরেকটি বাঘিনী। দুটোকেই বন বিভাগের কর্মীরা খাঁচায় টোপ দিয়ে ধরে ফেলেন।
পরে সোমবার সকালে বাঘিনী দুটিকে খাঁচায় নিয়ে লঞ্চে করে গভীর জঙ্গলে নিয়ে যাওয়া হয়। এরপর একটিকে চামটার তিন নম্বর জঙ্গলে ও অন্যটিকে নেতাধোপানির দুই নম্বর জঙ্গলে ফের ছেড়ে দেওয়া হয়।
জঙ্গলে অবমুক্ত করার সময় ২টি বাঘিনীই সুস্থ ছিল বলে জানিয়েছে রাজ্যের বন মন্ত্রক।
বাংলাদেশ সময়: ১১৩৬ ঘণ্টা, জুন ২৮, ২০১১