ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

‘বামফ্রন্টের শেষ উইকেটটিও পড়ে যাবে’

আগরতলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৯, ২০১৬
‘বামফ্রন্টের শেষ উইকেটটিও পড়ে যাবে’ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

আগরতলা: ভারতের জাতীয় ট্রেড ইউনিয়ন কংগ্রেসের (আইএনটিটিইউসি) হুগলি জেলা সম্পাদক অশোক মুখার্জি বলেছেন, ২০১৮ সালের মধ্যে ত্রিপুরার মানুষ ভারতবর্ষের মানচিত্র থেকে বামফ্রন্টের শেষ উইকেটটিও ফেলে দেবে।

সোমবার (২৯ ফেব্রুয়ারি) দুপুর আড়াইটার দিকে আগরতলার শকুন্তলা রোডে অনুষ্ঠিত এক সমাবেশে এ কথা বলেন তিনি।

এ সমাবেশের আয়োজন করে আইএনটিটিইউসি’র ত্রিপুরা রাজ্য কমিটি।

অশোক মুখার্জি বলেন, ২০১১ সালে বামফ্রন্ট সরকারকে পশ্চিমবঙ্গের মানুষ ছুঁড়ে ফেলে দিয়েছে। ২০১৮ সালে ত্রিপুরার মানুষ ভারতবর্ষের মানচিত্র থেকে বামফ্রন্টের শেষ উইকেটটিও ফেলে দেবে। এর জন্য এ রাজ্যের মানুষ সংঘবদ্ধ হচ্ছেন।

তিনি আরও বলেন, তারা যখন কংগ্রেস করতেন তখন মনে হয়েছিল সিপিআই (এম) দলকে কোনো দিনও ক্ষমতা থেকে সরানো যাবে না। কিন্তু মমতা ব্যানার্জি মানুষের পাশে থেকে লড়াই করে বামফ্রন্টের অন্ধকারের রাজত্বের অবসান ঘটিয়ে উন্নয়নের বাংলা গড়েছেন।

সমাবেশে উপস্থিত ছিলেন- পশ্চিমবঙ্গের ব্যারাকপুর পৌরপরিষদের কাউন্সিলর অঞ্জন পাল, আইএনটিটিইউসি’র ত্রিপুরা রাজ্য কমিটির সম্পাদক সুভাষ বণিক প্রমুখ।

বাংলাদেশ সময়: ২০২৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৯, ২০১৬
আরএইচএস/পিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।