ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

ত্রিপুরায় উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু

আগরতলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪২ ঘণ্টা, মার্চ ২, ২০১৬
ত্রিপুরায় উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

আগরতলা: ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত ২০১৬ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষা বুধবার (০২ মার্চ) থেকে শুরু হয়েছে। আগামী ৯ এপ্রিল পর্যন্ত চলবে পরীক্ষা।



এবছর মোট পরিক্ষার্থীর সংখ্যা ২৫ হাজার ৯শ’ ২৮ জন। এর মধ্যে ছাত্র ১৪ হাজার ২শ’ ৪২ জন এবং ছাত্রী ১১ হাজার ৬শ’ ৮৬ জন। এর মধ্যে ২ জন কারা আবাসিক ও ১০ জন দৃষ্টিহীন পরিক্ষার্থী রয়েছে।

ভারতীয় সময় বেলা ১২টায় (বাংলাদেশ সময় সাড়ে ১২টা) প্রথম দিনের পরীক্ষা শুরু হয়। প্রথম দিন ইংরেজি পরীক্ষা অনুষ্ঠিত হয়। মোট ৫৫টি কেন্দ্রে এ পরীক্ষা হচ্ছে।

ভারতীয় দণ্ডবিধির ১৯৭৩’র ১৪৪ ধারা অনুযায়ী, পশ্চিম ত্রিপুরা জেলার বিভিন্ন পরীক্ষা কেন্দ্রের ২শ’ গজের মধ্যে কিছু বিধি-নিষেধ আরোপ করা হয়েছে। পরীক্ষা চলাকালে এ বিধি-নিষেধ কার্যকর থাকবে।

অপরদিকে বৃহস্পতিবার (০৩ মার্চ) থেকে ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত ২০১৬ সালের মাধ্যমিক পরীক্ষা শুরু হবে। এবছর মাধ্যমিক পরিক্ষার্থীর সংখ্যা ৪৭ হাজার ৪শ’ ২৬ জন। চলবে ২৮ মার্চ পর্যন্ত।

বাংলাদেশ সময়: ১৪৪৪ ঘণ্টা, মার্চ ০২, ২০১৬
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।