ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

নারী দিবস উপলক্ষে আগরতলায় শোভাযাত্রা

আগরতলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৮ ঘণ্টা, মার্চ ৫, ২০১৬
নারী দিবস উপলক্ষে আগরতলায় শোভাযাত্রা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

আগরতলা: আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য ত্রিপুরার আগরতলায় এক বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করো হয়েছে।

শনিবার (০৫ মার্চ) ত্রিপুরা সরকারের সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দফতরের উদ্যোগে এ শোভাযাত্রার আয়োজন করা হয়।



এদিন বিকেলে রাজধানীর রবীন্দ্র শতবার্ষিকী ভবনের সামনে থেকে শোভাযাত্রাটি শুরু হয়ে বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে।

সবুজ পতাকা নেড়ে শোভাযাত্রার সূচনা করেন এ ডি সি’র শিক্ষা দফতরের কার্যনির্বাহী সদস্য লক্ষ্মী দেববর্মা।

এদিনের এই শোভাযাত্রায় সমাজের বিভিন্ন স্তরের নারীরা অংশ নেন।

৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবসের দিন ত্রিপুরা রাজ্য জুড়ে সরকারি ও বেসরকারি উদ্যোগে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে বলে জানিয়েছে সূত্র।

বাংলাদেশ সময়: ১৯১৮ ঘণ্টা, মার্চ ০৫, ২০১৬
এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।