ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

সিপিআই’র (এম) ত্রিপুরা রাজ্য কমিটির বৈঠক

আগরতলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৮ ঘণ্টা, মার্চ ৬, ২০১৬
সিপিআই’র (এম) ত্রিপুরা রাজ্য কমিটির বৈঠক ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

আগরতলা: একাধিক ইস্যু নিয়ে বৈঠক করেছে সিপিআই (এম) দলের ত্রিপুরা রাজ্য কমিটি।

রোববার (০৬ মার্চ) ভারতীয় সময় সকাল ১০টার দিকে আগরতলার মেলার মাঠ এলাকার দলের ত্রিপুরা রাজ্য কমিটির প্রধান কার্যালয় দশরথ দেব স্মৃতি ভবনে এ বৈঠকের আয়োজন করা হয়।



বৈঠকে উপস্থিত ছিলেন, দলের পলিট ব্যুরো সদস্য তথা ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সরকার, রাজ্য সম্পাদক বিজন ধর সহ রাজ্য সম্পাদক মণ্ডলী ও রাজ্য কমিটির সব সদস্য।

দলীয় সূত্র জানায়, বৈঠকে আলোচনার মূল তিনটি বিষয় হলো- পশ্চিমবঙ্গে সিপিআই (এম) এবং কংগ্রেস দলের মধ্যে নির্বাচনী জোট হতে যাচ্ছে, অথচ ত্রিপুরায় কংগ্রেস দল প্রধান বিরোধী। এ বিষয়ে কী কৌশল নেওয়া উচিৎ তা নিয়ে আলোচনা।

দ্বিতীয়টি- ত্রিপুরা রাজ্যের একমাত্র রাজ্যসভা আসনের মেয়াদ শেষ হচ্ছে, আগামী ২১ মার্চ এই আসনে নির্বাচন অনুষ্ঠিত হবে। বর্তমান রাজ্যসভার সংসদ সদস্য ঝর্ণা দাশ বৈদ্যের স্থানে নতুন কাকে নিয়ে আসা যায় সেই বিষয়ে আলোচনা।

তৃতীয়- সদ্য সমাপ্ত রাজ্যের এ ডি সি ভিলেজ কমিটি নির্বাচনে বামফ্রন্ট ব্যাপক সাফল্য পেলেও বামদের এমন কিছু শক্ত ঘাঁটিতে থাবা বসিয়েছে আইপিএফটি এবং আইএনপিটি দল, এর কারণ খোঁজার চেষ্টার পাশাপাশি নির্বাচনী ফলাফল নিয়ে পর্যালোচনা।

বাংলাদেশ সময়: ১৫৩৮ ঘণ্টা, মার্চ ০৬, ২০১৬
পিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।