ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

ত্রিপুরায় শিবচতুর্দশী উৎসব উদযাপন

আগরতলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪০ ঘণ্টা, মার্চ ৭, ২০১৬
ত্রিপুরায় শিবচতুর্দশী উৎসব উদযাপন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

আগরতলা: শিব শিবচতুর্দশী উপলক্ষে ত্রিপুরা রাজ্যজুড়ে বিরাজ করছে উৎসবের আমেজ। রাজ্যের বিভিন্ন স্থানে বসেছে মেলা।

সোমবার (৭ মার্চ) সকাল থেকেই এ উৎসব উদযাপন করছে হিন্দু ধর্মাবলম্বীরা।

প্রাচীন কাল থেকে হিন্দু নারীরা শিব চতুর্দশী তিথিতে দেবাদী দেব শিবের ব্রত পালন করে আসছেন। এদিন নারীরা উপবাস থেকে শিবের মাথায় জল, দুধ, মধু ও ঘি ঢেলে স্নান করান। এমন কি নির্ঘুম রাতযাপনও করেন অনেকে। হিন্দুশাস্ত্র মতে নিষ্ঠা ভরে শিবের উপাসনা করলে সব মনস্কামনা পূর্ণ হয়। বিশেষ করে কুমারী মেয়েরা শিবের এ ব্রত পালন করে থাকেন।

এদিন সকাল থেকেই রাজধানী আগরতলা সহ রাজ্যের বিভিন্ন এলাকায় মন্দিরে মন্দিরে নারীদের ভিড় লক্ষ্য করা যাচ্ছে। কোনো কোনো মন্দিরে শিবের মাথায় জল দেওয়ার জন্য নারীদের দীর্ঘ লাইন পড়ে যায়। রাত পর্যন্ত চলবে এ উৎসব।

শিব চতুর্দশীকে কেন্দ্র করে আগরতলার সেন্ট্রাল রোড শিব মন্দির সহ আরও কিছু স্থানে বসেছে মেলাও।
 
বাংলাদেশ সময়: ১৫৪১ ঘণ্টা, মার্চ ০৭, ২০১৬
পিসি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।