ঢাকা, মঙ্গলবার, ৫ জ্যৈষ্ঠ ১৪৩২, ২০ মে ২০২৫, ২২ জিলকদ ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

আগরতলায় নারী দিবসে আলোচনা সভা

আগরতলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:০৩, মার্চ ৮, ২০১৬
আগরতলায় নারী দিবসে আলোচনা সভা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

আগরতলা: আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আগরতলায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৮ মার্চ) রাজধানীর রবীন্দ্র শতবার্ষিকী ভবনে আয়োজিত এ সভায় উপস্থিত ছিলেন ত্রিপুরা রাজ্য নারী কমিশনের চেয়ারপারসন মনিকা দত্ত রায়, ত্রিপুরা সরকারের পর্যটন দপ্তরের মন্ত্রী রতন ভৌমিক, ত্রিপুরা পুলিশের আইন-শৃঙ্খলা শাখার আইজি অনুরাগ ধ্যানকরসহ অন্যরা।



অনুষ্ঠানে সমাজের বিভিন্ন স্তরের নারীসহ বিভিন্ন স্কুলের ছাত্রীরাও উপস্থিত ছিলেন। ত্রিপুরা সরকারের সমাজকল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের উদ্যোগে হয় অনুষ্ঠানটি।

আলোচনা সভায় বক্তব্য রাখতে গিয়ে বক্তারা সমাজে নারী ও পুরুষকে সমান মর্যদার আহ্বান জানান।

অপরদিকে ত্রিপুরা সরকারি কর্মচারী সমিতির কেন্দ্রীয় নারী সাবকমিটির উদ্যোগে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এই শিবিরে সংগঠনের সদস্যরা রক্তদান করেন।

বাংলাদেশ সময়: ১৭০৫ ঘণ্টা, মার্চ ৮, ২০১৬
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।