ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

বিধানসভা নির্বাচন

আসন ভাগ নিয়ে কংগ্রেস-বামফ্রন্ট আলোচনা এগিয়েছে

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৮ ঘণ্টা, মার্চ ৮, ২০১৬
আসন ভাগ নিয়ে কংগ্রেস-বামফ্রন্ট আলোচনা এগিয়েছে

কলকাতা: পশ্চিমবঙ্গের আসন্ন বিধানসভা নির্বাচনে জোটবদ্ধ হয়ে লড়াইয়ের আলোচনা চালিয়ে যাচ্ছে বামফ্রন্ট এবং ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস। এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা না এলেও বলা হচ্ছে, তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে একাট্টা হওয়ার আলোচনা বেশ কিছুটা এগিয়েছে।

এমনকি দুই দলই নির্বাচনী মিত্রের জন্য বেশ কিছু আসন ছেড়ে দিতে এক হয়েছে।

দলীয় সূত্রের খবর, বিধানসভার ২৯৪টি ‍আসনের মধ্যে কংগ্রেসের জন্য ৮০টি আসন ছেড়ে দিতে এক হয়েছে বামফ্রন্ট নেতৃত্ব। যদিও ৯০টি আসনে প্রার্থী দিতে চাইছে কংগ্রেস। বাকি ৫-১০টি আসন ছাড়া সবগুলোতে বামফ্রন্টের প্রার্থীর পক্ষে কাজ করতে সম্মত হয়েছে কংগ্রেস।

অমীমাংসিত ওই ৫-১০টি আসন নিয়ে দু’পক্ষই ছাড় দিতে নারাজ। দু’পক্ষই হয়তো শেষ পর্যন্ত প্রার্থী দিয়ে দিতে পারে বলে জানাচ্ছে সূত্রটি।  

তবে তৃণমূল কংগ্রেসকে ঠেকাতে শেষ পর্যন্ত ক’টি আসনে জোটবদ্ধ হয়ে বামফ্রন্ট ও তৃণমূল একাট্টা হয়ে লড়াই করে সেটা দেখতে অপেক্ষা করতে হবে আরও ক’দিন।

আগামী ৪ এপ্রিল বিধানসভার নির্বাচন শুরু হবে। আসন ভাগ করে সাত দফায় এ নির্বাচন শেষ হবে ৫ মে।

বাংলাদেশ সময়: ১৬৪৭ ঘণ্টা, মার্চ ০৮, ২০১৬
ভিএস/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।