ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

শিশু দিবসের অনুষ্ঠানে মঞ্চ মাতালো শিশুরাই

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯২২ ঘণ্টা, মার্চ ১৮, ২০১৬
শিশু দিবসের অনুষ্ঠানে মঞ্চ মাতালো শিশুরাই ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

কলকাতা: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও শিশু দিবস উপলক্ষে কলকাতায় নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

১৭ মার্চ, ব‍ৃহস্পতিবার কলকাতার বাংলাদেশ উপ হাইকমিশন‍ার জকি আহাদের পরিকল্পনায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ভিন্ন ধারার এ অনুষ্ঠানে শিল্পী ছিল শুধুমাত্র শিশুরা।

সাধারণত উপ হাই কমিশনের অনুষ্ঠানে নামি শিল্পীরা অংশ নেন। কিন্তু এ বছর ভিন্ন ধারার পরিকল্পনায় গোটা অনুষ্ঠানকে অন্য এক মাত্রা দিয়েছে।

কলকাতার বিভিন্ন বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা এদিন মঞ্চে দেশ প্রেমের গান ও রবীন্দ্র সংগীত পরিবেশন করে। মাতিয়ে রাখে দর্শক শ্রোতাদের।

এদিন দুপুরে চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

কেমব্রিজ, লরেটো, দিল্লি পাবলিক স্কুল, নিউ হরাইজোনসহ আরও কয়েকটি বিদ্যালয়ের শিশুদের পরিবেশনায় অতিথিদের মন কাড়ে।

এদিকে এবারই প্রথম উপ হাইকমিশনের বাইরে গোর্কি টেরস-এ বঙ্গবন্ধুর ৯৬তম জন্মদিন এবং শিশু দিবসের অনুষ্ঠান হয়।

সমাপ্তি বক্তব্যে জকি আহাদ বলেন, শিশুদের পরিবেশনা সত্যি প্রশংসার দাবি রাখে। এ পরিকল্পনা সফল করতে শিশুদের অভিভাবক, শিক্ষক যারা এগিয়ে এসেছেন সেটা অকল্পনীয়। সবাই ধন্যবাদ জানাচ্ছি।

বাংলাদেশ সময়: ০৯২৩ ঘণ্টা, মার্চ ১৭, ২০১৬
ভিএস/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।