ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

ফেনী নদীর ওপর ভারত-বাংলাদেশ সংযোগকারী মৈত্রী সেতু

আগরতলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১২১ ঘণ্টা, মার্চ ১৯, ২০১৬
ফেনী নদীর ওপর ভারত-বাংলাদেশ সংযোগকারী মৈত্রী সেতু ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

আগরতলা: ত্রিপুরার দক্ষিণ জেলার অন্তর্গত সাব্রুমের ফেনী নদীর ওপর ভারত-বাংলাদেশের মধ্যে সংযোগ স্থাপনকারী মৈত্রী সেতু নির্মাণের জন্য জমি অধিগ্রহণের কাজ শিগগিরই শুরু হবে বলে মহাকরণ সূত্রে জানা গেছে।

প্রকল্পের ডি পি আর তৈরি করে ভারত সরকারের কাছে পাঠানোর পরিপ্রেক্ষিতে ইতিমধ্যে এর অনুমোদন পাওয়া গেছে।

জমি অধিগ্রহণসহ সেতু নির্মাণের জন্য খরচ হবে প্রায় ১০০ কোটি রুপি। প্রকল্পের সম্পূর্ণ খরচ দেবে ভারত সরকার।

৪১২ মিটার দীর্ঘ সেতুর ২২৭ মিটার থাকবে বাংলাদেশ অংশে।

এ সেতু নির্মাণ হলে ত্রিপুরাসহ সমগ্র উত্তর-পূর্বভারতে পণ্য আমদানি অনেক সহজ হবে। এতে পণ্য চট্টগ্রাম বন্দর থেকে সোজা ত্রিপুরা হয়ে চলে যেতে পারবে উত্তরপূর্বাঞ্চলের যেকোনো রাজ্যে।

আর এর ফলে পণ্য পরিবহনের খরচ যেমন কমবে তেমনি সময়ও কম লাগবে।

বাংলাদেশ সময়: ০১২৩ ঘণ্টা, মার্চ ১৯, ২০১৬
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।