ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

ভেঙে পড়া সেতু এলাকার বাড়ি খালি করলো পুলিশ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৪ ঘণ্টা, এপ্রিল ১, ২০১৬
ভেঙে পড়া সেতু এলাকার বাড়ি খালি করলো পুলিশ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

কলকাতা: ফ্লাইওভারের ভেঙে পড়া অংশের আশপাশ পুরো খালি করে দিলো সেনা এবং উদ্ধারকারী দল। পুলিশের ঊর্ধ্বতন নির্দেশ জারি হওয়ায় ভেঙে পড়া উড়াল সেতু এলাকার সব বাড়ি-ঘর খালি করা হয়েছে।

উদ্ধারকারী দল সদস্যদের বক্তব্য, উদ্ধার কাজ চালানোর সময় আশপাশের স্থাপনাগুলোর ক্ষতি হতে পারে, এতে মানুষ থাকাও ঝুঁকিপূর্ণ। তাই তাদের সরিয়ে নেওয়া হয়েছে।

এলাকা থেকে সরিয়ে দেওয়া হয়েছে পুলিশ সদস্যদেরও। শুধু আছে সেনা এবং ডিজাস্টার ম্যানেজমেন্ট দলের কর্মীরা।

এদিকে একটি লরির ওপর সেতুর বড় অংশ আটকে আছে। লরির ভেতর আটকে একজন মানুষও। তিনি মৃত। শেষ খবর পাওয়া পর্যন্ত তাকে বের করা সম্ভব হয়নি।
 
উদ্ধারকারীদের বক্তব্য, লরিটি সরানো হলে ভেঙে পড়তে পারে বড় অংশ। সেক্ষেত্রে আবার বিপদের অাশঙ্কাও রয়েছে। এই কারণেই সতর্কতা জারি করে এলাকা খালি করা হচ্ছে বলে জানা যায়।

বাংলাদেশ সময়: ১৯৫৬ ঘণ্টা, এপ্রিল ০১, ২০১৬
ভিএস/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।