ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

আগে দেশ সামলান, বিজেপিকে কটাক্ষ মমতার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৯ ঘণ্টা, এপ্রিল ৫, ২০১৬
আগে দেশ সামলান, বিজেপিকে কটাক্ষ মমতার

কলকাতা: দেশ সামলাতে বিজেপি ব্যর্থ মন্তব্য করে ভারতের কেন্দ্র সরকারের শাসক দলকে কটাক্ষ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়।

 

মঙ্গলবার (৫ এপ্রিল) মুর্শিদাবাদে এক জনসভায় তিনি এ কটাক্ষ করেন।

এ সময় তিনি বলেন, বিজেপি দেশ সামলাতে পারে না। সে আবার রাজ্য সামলাবে কি করে?

বাম-কংগ্রেস জোটকেও আক্রমন করেন মমতা। তিনি বলেন, অনৈতিকভাবে জোট করেছে কংগ্রেস আর বামফ্রন্ট। মানুষ এই জোটকে গ্রহণ করবে না।

মুখ্যমন্ত্রীর বক্তব্যের বাকি অংশে ছিল গত সাড়ে চার বছরে তার সরকারের কাজের খতিয়ান। এ খতিয়ান তুলে ধরে তিনি আশা প্রকাশ করে বলেন, সরকার তার প্রতিশ্রুতি পালন করেছে। পশ্চিমবঙ্গের মানুষও তাই আবারো সমস্ত চক্রান্ত আর অপচেষ্টা ব্যর্থ করে তৃণমূল কংগ্রেসকে জয়যুক্ত করবে।

নারদ স্ট্রিং অপারেশনের নাম উল্লেখ না করে মমতা বন্দোপাধ্যায় বলেন, কোনো কোনো ক্ষেত্রে কোনো সরকারি কর্মকর্তা দুর্নীতিতে জড়িয়ে পড়তে পারেন। কিন্তু তার মানে এই নয় যে, গোটা প্রশাসনই দুর্নীতিগ্রস্ত হয়ে পড়েছে।

বাংলাদেশ সময়: ১৫১৮ ঘণ্টা, এপ্রিল ০৫, ২০১৬
ভি.এস/আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।