ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

বাম কংগ্রেস জোটকে মমতার আক্রমণ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৭ ঘণ্টা, এপ্রিল ৬, ২০১৬
বাম কংগ্রেস জোটকে মমতার আক্রমণ

কলকাতা: বামফ্রন্ট এবং কংগ্রেস জোটকে তীব্র আক্রমণ করলেন তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

 

বুধবার (০৬ এপ্রিল) পশ্চিমবঙ্গের বারাবনির এক জনসভা এ কথার বানে এ আক্রমণ করেন তিনি।

মমতা বলেন, ভোটের আগে বাম ও কংগ্রেসের জোট হয়েছে। কিন্তু নির্বাচনের পরে আর এ জোট থাকবে না। পরে এ দুই দলই একে অপরের সঙ্গে লড়াইতে নামবে।

বিগত বাম সরকারের তীব্র সমালোচনা করে তিনি বলেন, বাম সরকারের আমলে পশ্চিমবঙ্গ শশ্মানে পরিণত হয়েছে।

কড়া আক্রমণের মুখে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ছাড় দেননি ভারতের ক্ষমতাসীন দল বিজেপিকেও।

এদিকে মমতার কড়া বক্তব্যের প্রতিক্রিয়া জানিয়েছে বিরোধীদলের নেতারা।

মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে সিপিএম নেতা মোহম্মদ সেলিম বলেন, ভোটের পরে কোনো ধরণের সন্ত্রাস হবার সম্ভাবনা নেই। বাম–কংগ্রেস ক্ষমতায় এলে কোনো ভাবেই প্রতিহিংসার রাজনীতিকে বরদাস্ত করা হবে না।

এদিকে ভোটের আগে রাজনৈতিক নেতাদের বক্তব্যে ক্রমশ উত্তপ্ত হয়ে উঠছে ভোটের হাওয়া।

নির্বাচনের প্রচার-প্রচারণায় একে অপরের বিরুদ্ধে কটাক্ষের সঙ্গে সঙ্গে উড়ে আসছে তীব্র বিদ্রুপও। তবে প্রচারে যেন কোনো মতেই বিশৃঙ্খলা সৃষ্টি না হয় সেদিকেও কঠোর নজর রাখছে নির্বাচন কমিশন।

বাংলাদেশ সময়: ১৯১৫ ঘণ্টা,০৬ এপ্রিল , ২০১৬
ভিএস/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।