ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

পশ্চিমবঙ্গের সমতলে তাপদাহ, পাহাড়ে বৃষ্টি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৭ ঘণ্টা, এপ্রিল ৭, ২০১৬
পশ্চিমবঙ্গের সমতলে তাপদাহ, পাহাড়ে বৃষ্টি

কলকাতা: বসন্তের চৈত্র পেরিয়ে বৈশাখ আসতে এখন বাকি প্রায় সপ্তাহ খানেক। এরই মধ্যে পশ্চিমবঙ্গের সমতলে শুরু হয়েছে তাপদাহ, আর পাহাড়ে বৃষ্টি।

বৃহস্পতিবার (০৭ এপ্রিল) পশ্চিমবঙ্গ রাজ্যের বাঁকুড়া জেলায় তাপমাত্রা ৪২ দশমিক ৯ ডিগ্রি সেন্টিগ্রেড রেকর্ড মাত্রা হয় বলে জানায় স্থানীয় আবহাওয়া দফতর।

শুধু বাঁকুড়া নয় পশ্চিমবঙ্গের আসানসোল, শ্রীনিকেতন ও কৃষ্ণনগরের তাপমাত্রা ৪০ ডিগ্রি সেন্টিগ্রেডের ওপরেই ঘোরাফেরা করছে। পিছিয়ে নেই কলকাতাও।

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, কলকাতার তাপমাত্রা ছাড়িয়েছে ৩৮ ডিগ্রি সেন্টিগ্রেড। এর কারণ হিসেবে বিহার-ঝাড়খণ্ডের গরম হাওয়াকে দায়ী করছেন আবহাওয়াবিদরা।

ওড়িশাতেও তাপদাহ চলছে। চলতি মৌসুমে এখন পর্যন্ত ভারতের উষ্ণতম স্থান ভুবনেশ্বরে সর্বোচ্চ তাপমাত্রা হয়েছে ৪৩ দশমিক ২ ডিগ্রি সেন্টিগ্রেড ।

তাপমাত্রা বেড়ে যাওয়ায় যখন পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলো গরমে হাঁসফাঁস করছে। ঠিক তখনই উত্তরে চলছে প্রবল বৃষ্টি। আলিপুর দুয়ার, নাগরাকাটা, কোচবিহারে বৃষ্টিপাত হয়েছে। প্রবল বৃষ্টি হচ্ছে ডুয়ার্স অঞ্চলে। তবে আগাম কাল বৈশাখী ঝড়ের কোনো পূর্বাভাস দেননি আবহাওয়াবিদরা।

বাংলাদেশ সময়: ১৩২৫ ঘণ্টা, এপ্রিল ০৭, ২০১৬
ভিএস/টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।