ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

বিধানসভার নির্বাচন থেকে সুদীপ রায়বর্মণের পদত্যাগ

আগরতলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৫৪ ঘণ্টা, এপ্রিল ৮, ২০১৬
বিধানসভার নির্বাচন থেকে সুদীপ রায়বর্মণের পদত্যাগ

আগরতলা: ত্রিপুরা বিধানসভা নির্বাচনে কংগ্রেস ও সিপিআই (এম) জোট গঠনের কারণে বিরোধী দলনেতার পদ থেকে পদত্যাগ করলেন সুদীপ রায়বর্মণ।

 

বৃহস্পতিবার (০৭ এপ্রিল) বিধানসভার বাজেট অধিবেশন সমাপ্তির পর সন্ধ্যায় অধ্যক্ষ রমেন্দ্র চন্দ্র দেবনাথের হাতে পদত্যাগপত্র জমা দেন তিনি।

এর আগে সুদীপ রায়বর্মণ সংবাদ সন্মেলন করে তার পদত্যাগের কথা জানিয়ে বলেন, পশ্চিমবঙ্গে কংগ্রেস ও সিপিআই (এম) দলের মধ্যে নির্বচানী সমঝোতার প্রতিবাদ জানাতেই তার এ পদত্যাগ।

তিনি আরও জানান, তার এ সিদ্ধান্তের কথা কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীর কাছে ইতোমধ্যে পাঠিয়ে দেওয়া হয়েছে।

এদিকে সুদীপের এ ইস্তেফা পশ্চিমবঙ্গের চলমান নির্বাচনে কংগ্রেস ও সিপিআই (এম) জোটের ফলাফলে বড় একটি প্রভাব ফেলবে বলে মত রাজনৈতিক বিশেষজ্ঞদের।

বাংলাদেশ সময়: ০৪৪৬ ঘণ্টা, এপ্রিল ০৮, ২০১৬
ওএইচ/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।