ঢাকা, বৃহস্পতিবার, ২০ আষাঢ় ১৪৩১, ০৪ জুলাই ২০২৪, ২৬ জিলহজ ১৪৪৫

দিল্লি, কলকাতা, আগরতলা

পশ্চিমবঙ্গে চলছে তাপদাহ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৪ ঘণ্টা, এপ্রিল ৮, ২০১৬
পশ্চিমবঙ্গে চলছে তাপদাহ ছবি: সংগৃহীত

কলকাতা: ভারতের দক্ষিণ ও উত্তরবঙ্গের জেলাগুলোতে প্রচণ্ড তাপদাহ চলছে। এ তাপদাহ শনিবার (০৯ এপ্রিল) পর্যন্ত থাকবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া অধিদফতর।

 

শুক্রবার (০৮ এপ্রিল) সকালে বাংলানিউজকে এ তথ্য জানিয়েছেন আলিপুর আবহাওয়া অধিদফতরের কর্মকর্তা জিসি দেবনাথ।

আবহাওয়া অফিসের কর্মকর্তা বলেন, শুক্রবার (০৭ এপ্রিল) সকাল থেকেই পশ্চিমবঙ্গের দক্ষিণ ও উত্তরবঙ্গের জেলাগুলোতে এই তাপ্রপ্রবাহ চলছে। কেটে খাওয়া মানুষজন চরম অশান্তিতে কাজ করছেন।

তিনি আরো বলেন, তাপমাত্রা বাড়বে উত্তরবঙ্গের মালদা, আলিপুরদুয়ারেও। অন্যদিকে মরশুমের উষ্ণতম অঞ্চল হিসেবে প্রথমে উঠে এসেছে বাঁকুড়া জেলা। বৃহস্পতিবার বাঁকুড়া জেলার তাপ মাত্রা ৪৫ ডিগ্রি সেলসিয়াস ছুঁয়েছে। এর আগে ভারতের ওড়িশ্যা রাজ্যের ভুবনেশ্বরে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা করেছিলো।

পার্শ্ববর্তী রাজ্যগুলো থেকে গরম হাওয়া পশ্চিমবঙ্গে ঢুকছে, তাই এখনই গরম থেকে মুক্তি মেলার সম্ভাবনা নেই বলে জি সি দেবনাথ জানিয়েছেন। তবে তরাই ও ডুয়ার্সে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

বাংলাদেশ সময়: ১২৪৭ ঘণ্টা, এপ্রিল ০৮, ২০১৬
ভিএস/বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।