ঢাকা, বৃহস্পতিবার, ২০ আষাঢ় ১৪৩১, ০৪ জুলাই ২০২৪, ২৬ জিলহজ ১৪৪৫

দিল্লি, কলকাতা, আগরতলা

ত্রিপুরায় হাতি শাবকের মৃতদেহ উদ্ধার

আগরতলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৬ ঘণ্টা, এপ্রিল ৮, ২০১৬
ত্রিপুরায় হাতি শাবকের মৃতদেহ উদ্ধার

আগরতলা: ত্রিপুরায় একটি হাতি শাবকের মৃতদেহ উদ্ধার করেছেন বন দফতরের কর্মীরা।

 

শুক্রবার (৮ এপ্রিল) দুপুরে খোয়াই জেলার অন্তর্গত তেলিয়ামুড়া মহকুমার বৈষ্ণব টিলার জঙ্গল থেকে হাতি শাবকটি উদ্ধার করা হয়।

খোয়াই জেলা বন দফতরের এক কর্মকর্তা জানান, দুপুরে বৈষ্ণব টিলার জঙ্গলে পাঁচ-ছয় মাস বয়সী একটি হাতি শাবকের মৃতদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা বন দফতরে খবর দেয়। পরে জেলা বন কর্মকর্তা প্রসাদ রাও বদরাপু’র নেতৃত্বে বন কর্মীসহ পুলিশের একটি দল ঘটনাস্থলে এসে পটকা ফাটিয়ে হাতিদের তাড়ায়। এরপর তারা হাতি শাবকের মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খোয়াই জেলার পদ্মবিল বন দফতর অফিসে পাঠায়।

তিনি আরও জানান, ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর হাতি শাবকটির মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। বিষয়টি খতিয়ে দেখছে বন দফতর।

বাংলাদেশ সময়: ২১২০ ঘণ্টা, এপ্রিল ৮, ২০১৬
এএটি/কেআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।