ঢাকা, বৃহস্পতিবার, ২০ আষাঢ় ১৪৩১, ০৪ জুলাই ২০২৪, ২৬ জিলহজ ১৪৪৫

দিল্লি, কলকাতা, আগরতলা

বাংলাদেশের ইলিশের প্রশংসা ত্রিপুরার মুখ্যমন্ত্রীর

আগরতলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৮ ঘণ্টা, এপ্রিল ৯, ২০১৬
বাংলাদেশের ইলিশের প্রশংসা ত্রিপুরার মুখ্যমন্ত্রীর ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

আগরতলা: বাংলাদেশের ইলিশ মাছের প্রশংসা করলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সরকার।

শনিবার (০৯ এপ্রিল) আগরতলা রাজধানীর শহিদ ভগৎ সিৎ যুব আবাসে আয়োজিত ত্রিপুরা গ্র্যাজুয়েট ফিসারিস অফিসার্স অ্যাসোশিয়েশনের তৃতীয় দ্বি-বার্ষিক সম্মেলনে এ প্রশংসা করেন তিনি।

 

সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে মুখ্যমন্ত্রী বলেন, শুধু বাঙালি নয়, উত্তর ভারত, মধ্য ভারত, দক্ষিণ ভারত সব রাজ্যেই ইলিশ মাছের চাহিদা রয়েছে। বাংলাদেশ থেকে ত্রিপুরায় সবচেয়ে বেশি ইলিশ আসে। ইলিশ মাছ হচ্ছে বাংলাদেশের জন্য প্রকৃতির দান।

সম্মেলনে উপস্থিত ছিলেন আগরতলার পাশাপাশি ত্রিপুরা রাজ্যের বিভিন্ন মহকুমা থেকে আসা প্রতিনিধিরা।

সংগঠনের স্মরণিকাসহ সংগঠনের কাজ-কর্ম সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরা হয় সম্মেলনে।

বাংলাদেশ সময়: ১৭২৪ ঘণ্টা, এপ্রিল ০৯, ২০১৬
এএটি/পিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।