ঢাকা, বৃহস্পতিবার, ২০ আষাঢ় ১৪৩১, ০৪ জুলাই ২০২৪, ২৬ জিলহজ ১৪৪৫

দিল্লি, কলকাতা, আগরতলা

পশ্চিমবঙ্গে দ্বিতীয় ধাপের নির্বাচন সোমবার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৫ ঘণ্টা, এপ্রিল ১০, ২০১৬
পশ্চিমবঙ্গে দ্বিতীয় ধাপের নির্বাচন সোমবার  ছবি : বাংলানিউজটোয়েটিফোর.কম

কলকাতা: ভারতের পশ্চিমবঙ্গে দ্বিতীয় দফায় তিন জেলায় নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে সোমবার (১১ এপ্রিল)। এর মধ্যে আছে বর্ধমান, বাঁকুড়া ও পশ্চিম মেদিনীপুর।

তিন জেলার ৩২টি বিধানসভা আসনে সকাল ৮টা থেকে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করবেন ভোটাররা।

এরইমধ্যে এই তিন জেলায় নির্বাচনী সরঞ্জামাদি, কর্মকর্তা ও নিরাপত্তা বাহিনী পৌঁছে গেছে।

নির্বাচনী আচরণ বিধি অনুযায়ী, ভোটগ্রহণের ৪৮ ঘণ্টা আগে শেষ হয়েছে প্রচার-প্রচারণা। এই পর্বের নির্বাচনে বেশ কিছু ‘হেভি ওয়েট’ প্রার্থী লড়াই করছেন। এর মধ্যে আছে বাম-কংগ্রেস জোটের মুখ্যমন্ত্রী প্রার্থী সূর্যকান্ত মিশ্র।

এই নির্বাচনের পশ্চিম মেদিনীপুরের সবং থেকে লড়াই করছেন কংগ্রেস নেতা মানস ভূঁইয়া ও পশ্চিমবঙ্গের বিজেপি সভাপতি দিলীপ ঘোষের মতো রাজনীতিকরা। প্রতিদ্বন্দ্বিতা করছেন মন্ত্রী মলয় ঘটকও।

রাজনৈতিক ব্যক্তিত্বদের সঙ্গে এই পর্বের ভোটে লড়াই করছেন তৃনমূলের তারকা প্রার্থী সোহম চক্রবর্তী।

সোহম বাঁকুড়া জেলার বাজোরিয়া কেন্দ্র থেকে শাসক দলের প্রতীকে লড়াই করছেন।

এদিকে নির্বাচন শান্তিপূর্ণ করতে কঠোর নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।

বাংলাদেশ সময়: ১৭৫১ ঘণ্টা, এপ্রিল ১০, ২০১৬
ভিএস/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।