ঢাকা, মঙ্গলবার, ১৪ শ্রাবণ ১৪৩২, ২৯ জুলাই ২০২৫, ০৩ সফর ১৪৪৭

দিল্লি, কলকাতা, আগরতলা

অ্যানথ্রাক্সে ত্রিপুরায় হাতি শাবকের মৃত্যু!

আগরতলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:৫২, এপ্রিল ১০, ২০১৬
অ্যানথ্রাক্সে ত্রিপুরায় হাতি শাবকের মৃত্যু! ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

আগরতলা: অ্যানথ্রাক্স রোগে আক্রান্ত হয়ে হাতি শাবকের মৃত্যু হয়েছে, প্রাথমিক এমনটাই ধারণা বিশেষজ্ঞদের। যদিও উন্নত পরীক্ষার জন্য মৃত শাবকের রক্তের নমুনা পরীক্ষাগারে পাঠানো হয়েছে।

গত শুক্রবার (৮ এপ্রিল) ত্রিপুরার খোয়াই জেলার অন্তর্গত বৈষ্ণব টিলা এলাকার জলাশয় থেকে ৫ থেকে ৬ মাস বয়সী একটি হাতি শাবকের মরদেহ উদ্ধার করেন জেলার বন দফতরের কর্মকর্তারা। পরে হাতি শাবকের ময়না তদন্ত করা হয়।

তদন্তকারী বিশেষজ্ঞ চিকিৎসকদের প্রাথমিক ধারণা, অ্যানথ্রাক্স রোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে হাতি শাবকের। কেননা হাতি শাবকের শরীর দিয়ে প্রচুর রক্তক্ষরণের চিহ্ন দেখতে পেয়েছেন বিশেষজ্ঞরা।

এ বিষয়ে আরও বেশি নিশ্চিত হওয়ার জন্য শাবকের মরদেহের রক্তের নমুনা পরীক্ষাগারে পাঠানো হয়েছে বলে জেলা বনাধিকারীক সংবাদ মাধ্যমকে জানিয়েছেন।

বাংলাদেশ সময়: ১৯৪৭ ঘণ্টা, এপ্রিল ১০, ২০১৬
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।