ঢাকা, রবিবার, ২৩ আষাঢ় ১৪৩১, ০৭ জুলাই ২০২৪, ২৯ জিলহজ ১৪৪৫

দিল্লি, কলকাতা, আগরতলা

ত্রিপুরায় এনএলএফ টি’র ৩ সদস্যের আত্মসমর্পণ

আগরতলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৯ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০১৬
ত্রিপুরায় এনএলএফ টি’র ৩ সদস্যের আত্মসমর্পণ

আগরতলা: ত্রিপুরা পুলিশের গোয়েন্দা শাখার কাছে আত্মসমর্পণ করেছেন নিষিদ্ধ জঙ্গি সংগঠন এন এল এফ টি’র ৩ সদস্য।

 

শুক্রবার (১৫ এপ্রিল) ত্রিপুরার উত্তর জেলার অন্তর্গত উপজাতি অধ্যুষিত বাংলাদেশ সীমান্তবর্তী বাণ্ডারিমা এলাকায় আত্মসমর্পণ করেন তারা।

তবে, তারা কোনো অস্ত্র জমা
দেননি।

পুলিশকে তারা জানিয়েছে, বাংলাদেশে জঙ্গলে থাকা ক্যাম্প থেকে তারা পালিয়ে এসেছে। যেকারণে তারা কোনো অস্ত্র নিয়ে আসতে পারেনি।

শনিবার (১৬ এপ্রিল) আগরতলায় পুলিশ হেড কোয়ার্টারে নিয়ে আসা হয়েছে ওই তিনজনকে। তবে, এই বিষয়ে এখনো রাজ্য পুলিশের পক্ষ থেকে সরকারিভাবে কিছু জানানো হয়নি।

বাংলাদেশ সময়: ১৫১৭ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০১৬
পিসি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।