ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

পশ্চিমবঙ্গের সীমান্ত অঞ্চলে চলছে ভোট গ্রহণ 

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩৫ ঘণ্টা, এপ্রিল ২৫, ২০১৬
পশ্চিমবঙ্গের সীমান্ত অঞ্চলে চলছে ভোট গ্রহণ 

কলকাতা: পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের চতুর্থ দফার ভোট নিয়ে কড়া পদক্ষেপ নিয়েছে  ভারতের নির্বাচন কমিশন।  

সোমবার (২৫ এপ্রিল) সকালে ৪৯টি বিধানসভা কেন্দ্রে ভোট গ্রহণ শুরু হয়েছে।

এ দফায় ভারত-বাংলাদেশ সীমান্ত লাগোয়া বেশ কিছু স্থানে চলছে এ ভোট গ্রহণ।  

সীমান্তের বনগাঁ উত্তর এবং বনগাঁ দক্ষিণ বিধানসভা ক্ষেত্র। এছাড়া সীমান্ত লাগোয়া বসিরহাট দক্ষিণ ,বসিরহাট উত্তর কেন্দ্রেও ভোট গ্রহণ চলছে। চতুর্থ দফায় ৬৭২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী থাকছে। মোবাইল ইউনিট আছে ২ হাজার ২০০। রাজ্য পুলিশ থাকছে ২২ হাজার।  

বেশ কয়েকটি বিধানসভা ক্ষেত্রে ১৪৪ ধারা জারি করা হয়েছে। এই ধারা জারি করার ফলে কোনো জায়গায় পাঁচজন ব্যক্তি একসঙ্গে জমায়েত হতে পারবে না। সীমান্ত এলাকায় শুরু হয়েছে বিশেষ নজরদারি।

একই সঙ্গে ভোট হচ্ছে হাওড়া, কলকাতার বিধাননগর এবং উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনার বিভিন্ন বিধানসভা ক্ষেত্রে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত কোথাও অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

বাংলাদেশ সময়: ০৯৩২ ঘণ্টা, এপ্রিল ২৫,  ২০১৬
ভি.এস/পিসি
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।