ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

পশ্চিমবঙ্গে জয়ে সমান আশাবাদী শাসক ও বিরোধী দল

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৮ ঘণ্টা, এপ্রিল ২৬, ২০১৬
পশ্চিমবঙ্গে জয়ে সমান আশাবাদী শাসক ও বিরোধী দল

কলকাতা: পশ্চিমবঙ্গের নির্বাচনের এখনও দুই দফা বাকি। শুধু তাই নয়, নির্বাচনের ফল প্রকাশেরও অনেক দেরি।

তবে নির্বাচনে শাসক ও বিরোধী দলের একই আশাবাদ, ২শ’ আসন পেয়ে তাদের নিজ নিজ দল জয়ী হবে।

ছয় দফা নির্বাচনের চতুর্থ দফা শেষে এ দাবি করেছেন তৃণমূল কংগ্রেসের নেত্রী ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সিপিএম রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র।

দক্ষিণ কলকাতায় নির্বাচনী জনসভায় মমতা বলেন, চতুর্থ দফাতেই তারা প্রয়োজনীয় আসন পেয়ে গেছেন। বাকি দুই দফায় জনগণ যে আসনগুলো তৃণমূল কংগ্রেসকে দেবেন সেটি জনগণের পক্ষ থেকে ‘মা-মাটি-মানুষের দলকে’ উপহার বলে গ্রহণ করবেন তিনি।

এদিকে কলকাতার আলিমুদ্দিন স্ট্রিটে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সূর্যকান্ত মিশ্র বলেন, সরকার গঠনের দিকে এগোচ্ছে ‘মানুষের জোট’। তিনি দাবি করেন, তাদের লক্ষ্য ২শ’ আসন। এই ২শ’ আসনের লক্ষ্যে তারা এগিয়ে যাচ্ছেন।

কোন দল কতো আসন পেয়ে সরকার গঠন করবে সেটা পরিষ্কার হবে ১৯ মে’র পরে। তবে তার আগে দুই নেতার এ বক্তব্যে নিজ নিজ দলের নেতা-কর্মীদের চাঙ্গা করছে।

বাংলাদেশ সময়: ১২৫৫ ঘণ্টা, এপ্রিল ২৬, ২০১৬
ভিএস/ওএইচ/কেআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।