ঢাকা, রবিবার, ২৩ আষাঢ় ১৪৩১, ০৭ জুলাই ২০২৪, ২৯ জিলহজ ১৪৪৫

দিল্লি, কলকাতা, আগরতলা

ত্রিপুরা সীমান্ত থেকে বাংলাদেশি বৃদ্ধ আটক

আগরতলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৮ ঘণ্টা, এপ্রিল ২৮, ২০১৬
ত্রিপুরা সীমান্ত থেকে বাংলাদেশি বৃদ্ধ আটক

আগরতলা: অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের দায়ে আরিস আলী (৭৫) নামে এক বাংলাদেশি নাগরিককে আটক করেছে বিএসএফ।

বৃহস্পতিবার (২৮ এপ্রিল) দুপুরে ত্রিপুরা ঊনকোটি জেলার সমরছড়া বিওপি’র ৫৫ নম্বর ব্যাটালিয়নের বিএসএফ জওয়ানরা সীমান্তে টহলকালে ভারতে প্রবেশ করতে দেখে তাকে আটক করেন।

আটক আরিস আলীর বাড়ি বাংলাদেশের কুলাউড়া থানার লালালচক গ্রামে। তিনি পেশায় ভিক্ষুক বলে জানিয়েছেন। তবে তার সঙ্গে রাখা ঝুলি থেকে ২৭ হাজার ৫৪৫ বাংলাদেশি টাকা উদ্ধার করা হয়।

বিএসএফ সদস্যরা তাকে কৈলাসহর থানায় হস্তান্তর করেছেন। ধারণা করা হচ্ছে, কোনো পাচারকারী চক্র তার মাধ্যমে এই টাকা ভারতে পাঠাচ্ছিলো।

বাংলাদেশ সময়: ২১০৮ ঘণ্টা, এপ্রিল ২৮, ২০১৬   
এমজেডআর/কেআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।