ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

তৃণমূল কংগ্রেস সরকারের জন্মদিনে শুরু হবে নতুন তৃণমূল সরকার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪২৩ ঘণ্টা, এপ্রিল ২৯, ২০১৬
তৃণমূল কংগ্রেস সরকারের জন্মদিনে শুরু হবে নতুন তৃণমূল সরকার

কলকাতা: আগামী ১৯ মে প্রকাশিত হবে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের ফলাফল। ঘটনাচক্রে এই ১৯ মে তারিখেই ২০১১ সালে শপথ নিয়েছিলো মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেস সরকার।

কলকাতার নির্বাচনী প্রচারের শেষ লগ্নে দক্ষিণ কলকাতার এক মহা মিছিলের শুরুতে বৃহস্পতিবার(২৮ এপ্রিল) মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, এই সরকারের পাঁচ বছরের জন্মদিনে জন্ম হবে নতুন তৃণমূল কংগ্রেস সরকারের।

তিনি দাবি করেন, পশ্চিমবঙ্গের মসনদে আবার বসতে চলেছে তৃণমূল কংগ্রেস। এই দিন তিনি নির্বাচন কমিশনের কড়াকড়ির বিরুদ্ধে তোপ দাগেন। তিনি কর্মীদের বলেন, ভয় বা চিন্তার কোন কারণ নেই, জয় হবে তৃণমূলেরই।

এদিন উল্লেখযোগ্য সংখ্যক তৃণমূল কর্মী-সমর্থক মিছিলে হাজির ছিলেন।   হাজির ছিলেন কলকাতার বিভিন্ন কেন্দ্রের প্রার্থী এবং তৃণমূল নেতারা।

বাংলাদেশ সময়: ১৬১৪ ঘণ্টা,  এপ্রিল  ২৯, ২০১৬
ভিএস/জেডএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।