ঢাকা, রবিবার, ২৩ আষাঢ় ১৪৩১, ০৭ জুলাই ২০২৪, ২৯ জিলহজ ১৪৪৫

দিল্লি, কলকাতা, আগরতলা

কলকাতায় সূর্যের পাশে অজানা বলয়

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৫ ঘণ্টা, এপ্রিল ৩০, ২০১৬
কলকাতায় সূর্যের পাশে অজানা বলয় ছবি:বাংলানিউজটোয়েন্টিফোর.কম

 

কলকাতা: সূর্যের চারপাশ ঘিরে রয়েছে একটি আশ্চর্য বলয়। একেবারে গোল।

শনিবার (৩০ এপ্রিল) এই দৃশ্য দেখা গেল কলকাতায়। এ ধরনের দৃশ্য দেখা যাবে এমন কোন কথা জ্যোতির্বিদরা আগে থেকে জানাননি, ফলে এই বলয় নিয়ে ব্যাপক উৎসাহের সৃষ্টি হয়।


খালি চোখে এই বলয় দেখা যাবে কিনা সে নিয়েও কিছুটা প্রশ্ন এবং দ্বিধা ছিল। তবে এই মহাজাগতিক ঘটনা কলকাতা এবং তার আশপাশের মানুষ দারুণ উপভোগ করে।

রোদ চশমা পরে সূর্যের দিকে তাকালেই চোখে পড়েছে সেই অদ্ভুত দৃশ্য, পরিষ্কার দেখা যাচ্ছিল। বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় এ ধরনের বলয় দেখা গেছে। যাকে  ‘হ্যালো’ বলা হয়ে থাকে। এটাও সে ধরনের বলয় বলে মনে করা হচ্ছে।

সাধারণত বরফ আবৃত জায়গায় দেখা গেলেও, সমতলে এই বলয় প্রায় দেখা যায় না বললেই চলে। তবে বর্ষার আগে বা পরে এ ধরনের রামধনু বলয় দেখা সম্ভব বলে সংশ্লিষ্ট মহল থেকে জানা যাচ্ছে।

বাংলাদেশ সময়: ১৬৪৭  ঘণ্টা, এপ্রিল ৩০, ২০১৬
ভিএস/জেডএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।