ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

মমতার বিরুদ্ধে নির্বাচন কমিশনে সিপিএম’র অভিযোগ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৬ ঘণ্টা, মে ৩, ২০১৬
মমতার বিরুদ্ধে নির্বাচন কমিশনে সিপিএম’র অভিযোগ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

কলকাতা: তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য নিয়ে নির্বাচন কমিশনের কাছে অভিযোগ করলো সিপিএম।

পশ্চিমবঙ্গের চণ্ডীপুরে একটি নির্বাচনী জনসভায় পুলিশের কর্মকাণ্ড নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বিতর্কিত মন্তব্য করেন।

এরই পরিপ্রেক্ষিতে সোমবার (০২ মে) রাতে এই অভিযোগ করে সিপিএম।

সিপিএম জানিয়েছে, শেষ পর্যায়ের নির্বাচনকে অবাধ ও শান্তিপূর্ণ করতে অবিলম্বে এই বিষয়ে নির্বাচন কমিশনের হস্তক্ষেপ করা উচিত। বিষয়টি নিয়ে কমিশনকে ইতিমধ্যে চিঠিও দিয়েছে পশ্চিমবঙ্গের বিরোধী দল সিপিএম।

বিগত পাঁচ দফায় নির্বাচন কমিশনের ভূমিকায় সন্তুষ্টি প্রকাশ করেছেন পশ্চিমবঙ্গের বিরোধী দলগুলি। কিন্তু পুলিশ এবং কমিশনের ভূমিকায় অসন্তোষ্ট শাসক দল। সেই নিয়েই কিছুটা উষ্মা প্রকাশ করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার সেই বক্তব্য শান্তিপূর্ণ নির্বাচনে বাধা হয়ে দাঁড়াতে পারে বলে অভিযোগ করেছে সিপিএম।

সিপিএম-এর পক্ষে বিমান বসু নির্বাচন কমিশনে চিঠি দিয়ে এই অভিযোগ জানিয়েছেন। কমিশনও ইতিমধ্যেই এই বিষয়টি নিয়ে রিপোর্ট তলব করেছে। কিন্তু সিপিএম –এর দাবি শুধু রিপোর্ট তলব নয় এই ঘটনার বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিতে হবে।

বাংলাদেশ সময়: ১২৩১ ঘণ্টা, মে ০৩, ২০১৬
ভিএস/এমজেডআর/বিএস

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।