ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

ত্রিপুরায় ২১ দিনব্যাপী আর এস এস’র প্রশিক্ষণ 

আগরতলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১১ ঘণ্টা, মে ৬, ২০১৬
ত্রিপুরায় ২১ দিনব্যাপী আর এস এস’র প্রশিক্ষণ  ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

আগরতলা: রাষ্ট্রীয় স্বংসেবক সংঘের(আরএসএস) ২১ দিনব্যাপী প্রশিক্ষণ শিবির চলছে ত্রিপুরার পশ্চিম জেলার খয়েরপুরের সেবাধামে।

ত্রিপুরায় প্রথমবারের মতো আয়োজিত আরএসএস’র এই প্রশিক্ষণ শিবিরে ত্রিপুরা ও দক্ষিণ আসামের মোট ১৩৮জন স্বংসেবক অংশ নিয়েছেন।

এর মধ্যে ত্রিপুরা রাজ্যের স্বংসেবক রয়েছেন মোট ৫৮জন।

এই শিবিরে রাজ্যের স্বংসেবকদের শারীরিক শিক্ষা, মহাপুরুষদের জীবন ও আদর্শের বিষয়ে আলোচনা, দেশাত্মবোধ সহ লাঠি খেলার প্রশিক্ষণ দেওয়া হচ্ছে বলে সংঘের পক্ষ থেকে জানানো হয়েছে।

২১ দিনব্যাপী এই প্রশিক্ষণ শিবির শেষ হচ্ছে আগামী ২৩ মে। আগামী ২০-২৫ জুন আসামের হোজাই শহরে উত্তর-পূর্ব ভারতের সংঘের দ্বিতীয় প্রশিক্ষণ শিবির।

বাংলাদেশ সময়: ১৭০৫ ঘণ্টা, মে ০৬, ২০১৬
পিসি/
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।