ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

ভারত দর্শনে সিন্ধু উৎসব টিমের যাত্রা শুরু ১৬ জুন

আগরতলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২২৫ ঘণ্টা, মে ৭, ২০১৬
ভারত দর্শনে সিন্ধু উৎসব টিমের যাত্রা শুরু ১৬ জুন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

আগরতলা: প্রতি বছরের ন্যায় এবারও ভারতীয় সামাজিক সংস্থা হিমালয় পরিবার ২০তম সিন্ধু উৎসব’র আয়োজন করছে।

 

 
সিন্ধু উৎসব উপলক্ষে আগ্রহীদের হিমালয় পরিবার জম্মু ও কাশ্মীরের লে, লাদাক, আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জ, পশুরামকুণ্ডের মতো দুর্গম ও প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর স্থান ভ্রমণ করিয়ে আনে।

এবছরও আগামী ১৬ই জুন আগরতলা থেকে সিন্ধু উৎসব’র টিম ভারত দর্শনের উদ্দেশ্যে রওয়ানা হবে ও চণ্ডীগড়ে যাবে। সেখানে সারা ভারত থেকে ভ্রমণার্থীরা এসে মিলিত হবেন। এরপর ১ জুলাই সবাই ভারত ভ্রমণে বের হবেন।

শুক্রবার (০৬ মে) সন্ধ্যায় আগরতলা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে একথা জানান হিমালয় পরিবারের ত্রিপুরা প্রদেশ সম্পাদক অরুণ মজুমদার।

২০তম সিন্ধু উৎসবে যোগ দেওয়ার জন্য ত্রিপুরা রাজ্যের আগ্রহী ব্যক্তিকে ২৮ হাজার রুপি করে দিতে হবে বলেও জানান অরুণ মজুমদার।

অন্যান্য রাজ্যের মতো ত্রিপুরা রাজ্য থেকেও প্রচুর সংখ্যক মানুষ প্রতি বছর সিন্ধু উৎসবে সামিল হন।

বাংলাদেশ সময়: ০২১৪ ঘণ্টা, মে ০৭, ২০১৬
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।