ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

পুরুলিয়ায় বাড়িতে ভয়াবহ বিস্ফোরণ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৬ ঘণ্টা, মে ৯, ২০১৬
পুরুলিয়ায় বাড়িতে ভয়াবহ বিস্ফোরণ

কলকাতা: পশ্চিমবঙ্গের পুরুলিয়া জেলার রঘুনাথপুরে একটি বাড়িতে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

সোমবার (০৯ মে) সকালে এই বিস্ফোরণের ঘটনা ঘটে।

জ‍ানা গেছে, বিস্ফোরণে বাড়ির ছাদ উড়ে যায় এবং আগুন ধরে যায় গোটা বাড়িতে।

এই ঘটনার পরপরই রীতিমত আতঙ্কের সৃষ্টি হয়েছে গোটা এলাকায়।   ঘটনাস্থল থেকে দু’বস্তা বিস্ফোরক উদ্ধার করেছে পুলিশ।

উল্লেখ্য পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার খাগড়াগড়ে এই রকম একটি বাড়িতে বিস্ফোরণের পরেই জঙ্গি যোগ সামনে আসে। এছাড়া বিগত বছরগুলোতে পুরুলিয়া জেলার বিভিন্ন এলাকায় মাওবাদীদের অস্তিত্বের কথা জানা গিয়েছিল।

অন্যদিকে ভোট পরবর্তী সন্ত্রাস নিয়ে নানা পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গা থেকে নানা ধরণের গোলমালের খবর আসছে। এই ঘটনার সেই সন্ত্রাসের সঙ্গে কোনো ভাবে যুক্ত কিনা সেই দিকে নজর রাখছে প্রশাসন।

ঘটনাস্থল পরিদর্শন করেছেন দমকল ও পুলিশ বাহিনী। ঘটনার পর নিখোঁজ রয়েছেন বাড়ির মালিক। ওই বাড়িতে আরও কয়েকজন ভাড়া থাকতেন বলে জানা গেছে। তারা মুর্শিদাবাদের বাসিন্দা। ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। সন্দেহভাজন দুজনকে আটক করেছে পুলিশ।

বাংলাদেশ সময়: ১৫৪০ ঘণ্টা, মে ০৯, ২০১৬
ভি.এস/বিএস

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।