ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

ত্রিপুরায় জাতীয় সড়ক অবরোধ ২২ জুন

আগরতলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৮ ঘণ্টা, মে ১২, ২০১৬
ত্রিপুরায় জাতীয় সড়ক অবরোধ ২২ জুন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

আগরতলা: আগামী ২২ জুন আসাম-আগরতলা ৪৪ নম্বর জাতীয় সড়ক অবরোধের ডাক দিয়েছে ত্রিপুরার উপজাতি ভিত্তিক রাজনৈতিক দল ইন্ডিজেনাস পিপলস ফ্রন্ট অব তিপ্রাল্যান্ড (আইপিএফটি)।

ত্রিপুরা রাজ্যের এ ডি সি এলাকাকে নিয়ে তিপ্রাল্যান্ড নামে পৃথক রাজ্য গঠনের দাবিতে এই অবরোধের ডাক দেওয়া হয়েছে বলে আই পি এফ টি সভাপতি এন সি দেববর্মা ফোনে বাংলানিউজকে জানিয়েছেন।

২২ জুন স্থানীয় সময় সকাল ৬টা থেকে পরদিন ২৩ জুন সকাল পর্যন্ত জাতীয় সড়ক অবরোধের ডাক দিয়েছে বলেও জানান তিনি।

শুধুমাত্র রাজ্যের খোয়াই জেলার আঠারমুড়া এলাকায় জাতীয় সড়ক অবরোধ করা হবে। তবে, রাজ্যের জাতীয় সড়কের বাকি অংশে যানবাহন চলাচল স্বাভাবিক থাকবে বলেও জানান।

বাংলাদেশ সময়: ১২৫৮ ঘণ্টা, মে ১২, ২০১৬

পিসি/

 

 

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।