ঢাকা, রবিবার, ২০ আশ্বিন ১৪৩১, ০৬ অক্টোবর ২০২৪, ০২ রবিউস সানি ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

কালবৈশাখীতে ত্রিপুরার কল্যাণপুর ব্লকের তিন গ্রাম-পঞ্চায়েতে ক্ষতি

আগরতলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৫৬ ঘণ্টা, মে ১৫, ২০১৬
কালবৈশাখীতে ত্রিপুরার কল্যাণপুর ব্লকের তিন গ্রাম-পঞ্চায়েতে ক্ষতি ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

আগরতলা: কালবৈশাখী ঝড়ের কবলে ত্রিপুরার খোয়াই জেলার কল্যাণপুর ব্লকের তিনটি গ্রাম-পঞ্চায়েতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

শনিবার (১৪ মে) দুপুরে কল্যাণপুর ব্লকের উপজাতি অধ্যুষিত রাম-দয়াল এডিসি ভিলেজ, উত্তর ঘিলাতলী গ্রাম-পঞ্চায়েত ও পূর্বঘিলাতলী গ্রাম-পঞ্চায়েতের ওপর দিয়ে প্রবল বেগে কালবৈশাখী ঝড় বয়ে যায়।

ঝড়ের তাণ্ডবে প্রায় ৭০টি বসত-ঘর ভেঙে পড়ে, টিন ও ছনের স্কুলের ছাদ উড়ে যায়। জানা যায়, এখানকার রাবার গাছ ভেঙেই ক্ষতি হয়েছে প্রায় ২ লাখ রুপি। সব মিলিয়ে ঝড়ের কারণে এদিন ক্ষতির পরিমাণ ১০ লাখ ছাড়িয়ে যাবে বলে দাবি করেন ক্ষতিগ্রস্ত এলাকাবাসী। ঝড়ের তাণ্ডব লীলার খবর পেয়ে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে যান তেলিয়ামুড়া মহকুমার এসডিএম বিম্বিসার ভট্টাচায্যের নেতৃত্বে একটি প্রতিনিধি দল। এসডিএম জানান, ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরি করে দ্রুত আর্থিক সাহায্য দেওয়া হবে।

বাংলাদেশ সময়: ০৬৪৮ ঘণ্টা, মে ১৫, ২০১৬
আরবি/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।