ঢাকা, শনিবার, ২০ আশ্বিন ১৪৩১, ০৫ অক্টোবর ২০২৪, ০১ রবিউস সানি ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

আগরতলায় রঙ্গালী বিহু উদযাপন

আগরতলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৫ ঘণ্টা, মে ১৫, ২০১৬
আগরতলায় রঙ্গালী বিহু উদযাপন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

আগরতলা: অাসাম অ্যাসোসিয়েশন অব ত্রিপুরার উদ্যোগে আগরতলায় উদযাপতি হয়েছে রঙ্গালী বিহু।

রোববার (১৫ মে) রাজধানীর রবীন্দ্র ভবন প্রাঙ্গণে এ অনুষ্ঠানের সূচনা পর্বে প্রধান অতিথি ছিলেন পশ্চিম জেলার ডি এম ডা. মিলিন্দ।

 

অনুষ্ঠানের শুরুতে আয়োজকদের পক্ষে তাকে অসমিয়াদের ঐতিহ্যবাহী গামছা ও ঝাঁপি দিয়ে অভ্যর্থনা জানানো হয়।

অনুষ্ঠানে পশ্চিম জেলার ডি এম ডা. মিলিন্দ বলেন, বিহু উত্তরপূর্ব ভারতের মধ্যে অন্যতম সুন্দর একটি নৃত্য ও সঙ্গীত। ত্রিপুরা রাজ্যে খুব বেশি সংখ্যায় অাসামিয়া অংশের মানুষ বসবাস না করলেও তারা এখানে প্রতি বছর ধুমধামের সঙ্গে রঙ্গালী বিহু উদযাপন করেন।

অাসাম রাজ্যের উত্তর লখিমপুর থেকে আগত শিল্পীরা বিহু গান ও নৃত্য পরিবেশন করেন। আয়োজকদের পক্ষে তাদের সংবর্ধনা দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ১৬৩৫ ঘণ্টা, মে ১৫, ২০১৬ 
পিসি/
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।