ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

আগরতলায় মৎস্যজীবীদের গণঅবস্থান পালিত

আগরতলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৭ ঘণ্টা, মে ১৬, ২০১৬
আগরতলায় মৎস্যজীবীদের গণঅবস্থান পালিত ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

আগরতলা: দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে ত্রিপুরার রাজধানী আগরতলায় পাঁচ দফা দাবিতে গণঅবস্থান কর্মসূচি পালন করেছে ভারত মৎস্যজীবী ও মৎস্য শ্রমিক ফেডারেশনের সদস্যরা।

তাদের দাবির মধ্যে রয়েছে- দেশের সরকারি ও আধা সরকারি জলাশয়গুলো মৎস্যজীবী সমবায় সমিতিকে সরকারি লিজমূল্যে লিজ দিতে হবে, উন্নয়নের নামে মৎস্যজীবীদের দেশের সমুদ্র উপকূল থেকে উচ্ছেদ না করা, সব মৎস্যজীবীকে ২ রুপি কেজি দরে মাসে ৩৫ কেজি চাল প্রদান।

সোমবার (১৬ মে) আগরতলার বনকুমারী এলাকায় এ গণঅবস্থান কর্মসূচি পালন করেন তারা।

সংগঠনের ডুকলী বিভাগীয় কমিটির সম্পাদক কার্তিক দাস বাংলানিউজকে জানান, দাবি আদায়ের লক্ষ্যে আগামী দিনে তীব্র আন্দোলন গড়ে তুলবেন তারা।

বাংলাদেশ সময়: ১৮৩৭ ঘণ্টা, মে ১৬, ২০১৬
কেআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।