ঢাকা, রবিবার, ২০ আশ্বিন ১৪৩১, ০৬ অক্টোবর ২০২৪, ০২ রবিউস সানি ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

কব্রু’কে মাতৃভাষার স্বীকৃতি চায় ব্রু সাহিত্য একাডেমি

আগরতলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫০ ঘণ্টা, মে ২২, ২০১৬
কব্রু’কে মাতৃভাষার স্বীকৃতি চায় ব্রু সাহিত্য একাডেমি ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

আগরতলা: ত্রিপুরা রাজ্যের দ্বিতীয় বৃহত্তম ও আদিম জাতি গোষ্ঠী হচ্ছে ব্রু রিয়াং। তাদের মাতৃভাষা কব্রু।

কিন্তু বর্তমানে এই

 

জনগোষ্ঠীর মাতৃভাষাসহ কৃষ্টি-কালচার বিপন্ন বলে অভিযোগ করেছে ব্রু সাহিত্য একাডেমি। তাই কব্রু’কে মাতৃভাষা ঘোষণা করার দাবি জানানো হয়েছে।

 

রোববার (২২ মে) আগরতলা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে একাডেমির পক্ষ থেকে এ দাবি জানানো হয়।

এতে লিখিত বক্তব্য পাঠ করেন ব্রু সাহিত্য একাডেমির সভাপতি পঞ্চরাম রিয়াং।

তিনি বলেন, কব্রুকে স্বীকৃতির দাবিতে এখন ত্রিপুরা রাজ্যের বিভিন্ন এলাকায় গণস্বাক্ষর সংগ্রহ অভিযান চলছে। এই গণস্বাক্ষর সম্বলিত দাবি সনদ পিএলএসআই’র আধিকারিকদের কাছে পাঠিয়ে কব্রু ভাষার স্বীকৃতির দাবি জানানো হবে।

ব্রু সাহিত্য একাডেমি’র পিপলস ল্যাঙ্গুয়েস্টিক সার্ভে অব ইন্ডিয়া (পিএলএসআই) এনজিও, যারা ভারত সরকারের হয়ে কাজ করে। দেশের বিভিন্ন ভাষা নিয়ে কাজ করে প্রতিষ্ঠানটি।

বাংলাদেশ সময়: ২১৪৭ ঘণ্টা, মে ২২, ২০১৬
এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।