ঢাকা, রবিবার, ২০ আশ্বিন ১৪৩১, ০৬ অক্টোবর ২০২৪, ০২ রবিউস সানি ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

শেখ হাসিনাকে সফরের আমন্ত্রণ জানালেন মমতা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১১ ঘণ্টা, মে ২৭, ২০১৬
শেখ হাসিনাকে সফরের আমন্ত্রণ জানালেন মমতা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম।

কলকাতা: প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পশ্চিমবঙ্গ সফরের আমন্ত্রণ জানালেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

দ্বিতীয়বারের মতো মুখ্যমন্ত্রীর শপথগ্রহণ অনুষ্ঠানে গেলে শিল্পমন্ত্রী আমির হোসেন আমুর মাধ্যমে এ আমন্ত্রণ জানান তিনি।

শুক্রবার (২৭ মে) কলকাতার রেড রোডে মমতার শপথ গ্রহণ অনুষ্ঠান হয়।

অনুষ্ঠানে মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে শুভেচ্ছা বার্তা পৌঁছে দেন শিল্পমন্ত্রী।
 
শুভেচ্ছা বার্তার উত্তরে মমতাও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং বাংলাদেশের মানুষকে তার শুভেচ্ছা জানিয়েছেন।

শিল্পমন্ত্রী আমির হোসেন আমুর সঙ্গে আলাপকালে মমতা প্রধানমন্ত্রীকে পশ্চিমবঙ্গ সফরের আমন্ত্রণ জানান।

তিনি বলেন, শেখ হাসিনার পশ্চিমবঙ্গ সফরের সময় তাকে পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিক সংবর্ধনা দেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৯০৪ ঘণ্টা, মে ২৭, ২০১৬
ভিএস/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।