ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

ত্রিপুরার বোরো চাষিরা ক্ষতির সম্মুখীন

আগরতলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪০ ঘণ্টা, মে ২৯, ২০১৬
ত্রিপুরার বোরো চাষিরা ক্ষতির সম্মুখীন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

আগরতলা: এবছর ত্রিপুরা রাজ্যের বিভিন্ন এলাকায় বোরো ধানের ফলন ভালো হলেও সঠিক মূল্য না পাওয়ায় ক্ষতির সম্মুখীন হচ্ছেন তারা। ফলে তাদের মুখে হাসি নেই।


 
কৃষকদের অভিযোগ, বাজারে বোরো ধান বিক্রিতে সঠিক দাম পাচ্ছেন না তারা। এবছর রাজ্যের বিভিন্ন বাজারে প্রতি কুইন্টাল ধান বিক্রি হচ্ছে ১২০০ রুপি থেকে ১২৫০ রুপি (১ রুপি সমান ১.১৭ টাকা) পর্যন্ত। আর ধানের মান সামান্য খারাপ হলে তা বিক্রি হচ্ছে ৯০০ থেকে ১০০০ রুপিতে।

কৃষকদের বক্তব্য, এক কানি জমিতে গড়ে ৫ থেকে সাড়ে ৫ কুন্টাইল ধানের ফলন হচ্ছে। যেখানে খরচ হচ্ছে প্রায় সাড়ে ৬ হাজার রুপি।

কৃষি শ্রমিকের মজুরি বৃদ্ধি পাওয়ায় এবং ধানের মূল্য অস্বাভাবিক হারে হ্রাস পাওয়ায় এবছর বোরো চাষিরা বিপাকে পড়েছেন।

চাষিরা এভাবে আর্থিক ক্ষতির সম্মুখীন হলে আগামী বছর অনেক কৃষক বোরো চাষ থেকে বিরত থাকবেন বলেও জানান কৃষকরা।

বাংলাদেশ সময়: ১৩৩৬ ঘণ্টা, মে ২৯, ২০১৬
এমজেডআর/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।