ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

আগরতলায় আইপিএফটি দলের অধিবেশন সমাপ্ত

আগরতলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৩ ঘণ্টা, মে ২৯, ২০১৬
আগরতলায় আইপিএফটি দলের অধিবেশন সমাপ্ত ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

আগরতলা: শেষ হলো ত্রিপুরা রাজ্যের উপজাতি ভিত্তিক দল ইন্ডিজেনাস পিপলস ফ্রন্ট অব তিপ্রা (আইপি এফটি) দলের কেন্দ্রীয় কমিটির দুই দিনব্যাপী অধিবেশন।

 

শনিবার (২৮ মে) আগরতলার সুপারি বাগান এলাকার দশরথ স্মৃতি হলে এ অধিবেশন শুরু হয়।

এতে দলের কেন্দ্রীয় কমিটির সদস্যদের পাশাপাশি মহিলা সংগঠন, যুব সংগঠন, ছাত্র সংগঠনসহ কর্মচারী সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

রোববার (২৯ মে) বিকেলে অধিবেশন শেষ হয়। অধিবেশনে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে কয়েকশ’ প্রতিনিধি উপস্থিত ছিলেন।

দলের মূল দাবি ত্রিপুরা রাজ্যের এডিসি এলাকা নিয়ে পৃথক রাজ্য গঠনের পাশাপাশি অন্যান্য দাবির বিষয়ে আলোচনা হয়েছে বলে অধিবেশন শেষে দলের সভাপতি এনসি দেববর্মা সংবাদ মাধ্যমকে জানান।

তিনি আরও জানান, দলের পরিসর বেড়ে যাওয়াতে কাজ বৃদ্ধি পেয়েছে। তাই এই দায়িত্বগুলি বিভিন্ন জনকে ভাগ করে দেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ১৯৪৯ ঘণ্টা, মে ২৯, ২০১৬
আরআইইউ/পিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।