ঢাকা, সোমবার, ৪ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৯ মে ২০২৫, ২১ জিলকদ ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

ত্রিপুরার মাধ্যমিক পরীক্ষায় পাসের হার ৬৬.১৪ শতাংশ

আগরতলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১:২৭, জুন ৩, ২০১৬
ত্রিপুরার মাধ্যমিক পরীক্ষায় পাসের হার ৬৬.১৪ শতাংশ ছবি:বাংলানিউজটোয়েন্টিফোর.কম

আগরতলা: ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত মাধ্যমিক, মাদ্রাসা মাধ্যমিক ও মাদ্রাসা আলিম পরীক্ষার ফল প্রকাশ হয়েছে। এ বছর নিয়মিত পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৩৩ হাজার ৮৬৩ জন।

এদের মধ্যে পাস করেছে মোট ৩২ হাজার ৭৪১ জন।  

বৃহস্পতিবার (০২ জুন) ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ অফিসে এক সংবাদ সম্মেলনে এ ফল প্রকাশ করেন পর্ষদ সভাপতি মিহির দেব।  

তিনি জানান, প্রথম থেকে দশমস্থান অধিকার করেছে মোট ১৩জন ছাত্র-ছাত্রী। এর মধ্যে সাতজন আগরতলার বিভিন্ন স্কুলের ও বাকি ছয়জন রাজ্যের বিভিন্ন জেলার।

প্রথম বিভাগে পাস করেছে দুই হাজার ৪৬৫জন। দ্বিতীয় বিভাগে পাস করেছে তিন হাজার ৭৮৮জন এবং তৃতীয় বিভাগে ১৫ হাজার ৪০৩ জন।  

অপর দিকে মাদ্রাসা আলিম পরীক্ষায় পাসের হার ৭৫শতাংশ। আলিম পরীক্ষায় ৩৮জনের মধ্যে ২৭জন পাস করেছে।

বাংলাদেশ সময়: ০১২৪ ঘণ্টা, জুন ০৩, ২০১৬
আরএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।