ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

আগরতলা বাণিজ্য সম্মেলনে শিল্পমন্ত্রী আমু

আগরতলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৩ ঘণ্টা, জুন ৪, ২০১৬
আগরতলা বাণিজ্য সম্মেলনে শিল্পমন্ত্রী আমু ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

আগরতলা: অ্যাসোসিয়েটেড চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি অব ইন্ডিয়ার উদ্যোগে আগরতলার প্রজ্ঞাভবনে এক দিনের বাণিজ্য সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

 

এতে অংশ নিয়েছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু।

শনিবার (৪ জুন) সম্মেলনের ‘ইনভেস্ট ত্রিপুরা’ শীর্ষক আলোচনায় অতিথি হিসেবে বক্তৃতা করেন আমু।

তিনি বলেন, ভারত ও বাংলাদেশের মধ্যে অকৃত্রিম বন্ধুত্বের সূত্রপাত হয়েছিল ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধে। আমাদের মুক্তির সংগ্রামে ভারতের জনগণ ও সরকারের আন্তরিক সমর্থন ও সহযোগিতা পেয়েছি।

অামু বলেন, ভৌগোলিক কৌশলগত অবস্থানের কারণে ভারতের উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলোর সঙ্গে বাংলাদেশের শিল্প ও বাণিজ্য বাড়াতে হবে। শিল্পের প্রধান উপকরণ জ্বালানি ও কাঁচামাল, যার সিংহভাগ বাংলাদেশ সরবরাহ করতে সক্ষম। সেইসঙ্গে আমাদের দেশে দক্ষ জনবলের কোনো অভাব নেই।

আলোচনায় ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সরকার বলেন, ত্রিপুরা ও বাংলাদেশের মধ্যে পারিবারিক সম্পর্ক রয়েছে। ত্রিপুরাবাসী বাংলাদেশকে ‘বিদেশ’ বলেই মনে করে না। সেই সঙ্গে ত্রিপুরা উত্তরপূর্ব ভারতের গেটওয়ে হয়ে উঠছে এবং এখানে শিল্প স্থাপনের জন্য উপযুক্ত পরিবেশও রয়েছে।

সম্মেলনে আরও উপস্থিত ছিলেন ত্রিপুরা সরকারে বিভিন্ন দফতরের উচ্চতর কর্মকর্তাসহ ভারতের বিভিন্ন রাজ্য এবং বাংলাদেশের শিল্প উদ্যোক্তারা।

বাংলাদেশ সময়: ১৮২৮ ঘণ্টা, জুন ০৪, ২০১৬
জিসিপি/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।