ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

চালু হতে যাচ্ছে ‘আকাশবাণী মৈত্রী’

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২৯ ঘণ্টা, জুন ৬, ২০১৬
চালু হতে যাচ্ছে ‘আকাশবাণী মৈত্রী’

কলকাতা: মুক্তিযুদ্ধের সময় আকাশবাণী ভূমিকাকে মাথায় রেখে নতুন করে আকাশবাণী বাঙলা বিভাগ চালু করতে চলেছে ‘আকাশবাণী মৈত্রী’।

 

ভারত-বাংলাদেশ সম্পর্ক আরও সুদৃঢ় করতে এবার আকাশবাণী এ রেডিও স্টেশনটি চালু করতে যাচ্ছে ভারত সরকার।

১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় থেকেই আকাশবাণীতে বাংলাদেশের নাগরিকদের জন্য বিশেষ অনুষ্ঠান চালু ছিল। কিন্তু ২০১০ সালে সেটি বন্ধ হয়ে যায়। ২০১৩ সালে ভারতের রাষ্ট্রপ্রতি এ বিভাগটিকে ফের চালু করার উদ্যোগ নেন।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাংলাদেশ সফরে এ বিষয়ে দু’দেশের মধ্যে একটি চুক্তিও সম্পাদিত হয়। সেই চুক্তি অনুযায়ী ভারত সরকার এ রেডিও স্টেশনটি চালু করতে চলেছে। ২৮ জুন ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জি রেডিও স্টেশনটি উদ্বোধন করবেন বলে জানা গেছে।

বাংলাদেশ সময়: ১১২৬ ঘণ্টা, জুন ০৬, ২০১৬
ভি.এস/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।